Thursday, January 20, 2011

৫ মিনিটেই লেনদেন বন্ধ পুঁজিবাজারে

সার্কিট ব্রেকার অতিক্রম করায় দিন শুরুর ৫ মিনিটেই পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে গেছে

একই কারণে বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ হয়ে গিয়েছিলো যার কারণে বিনিয়োগকারীরা বিক্ষোভ করে


পরিবর্তিত সময় অনুযায়ী ডিএসইতে বৃহস্পতিবার দুপুর ১টায় শুরু হয় লেনদেন কিন্তু ৫ মিনিটেই সাধারণ সূচক ৬০০ পয়েন্ট পড়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে লেনদেন বন্ধ হয়ে যায়


বুধবার ডিএসইতে ২২৫ পয়েন্টে সার্কিট ব্রেকার আরোপ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)


অস্থির পুঁজিবাজারে লেনদেনের সময় চার ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টাও করা হয়েছে কর্তৃপক্ষ বলছে, বিনিয়োগকারীদের আস্থা না থাকায় এ পদক্ষেপ


বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন সকাল ১১টার পরিবর্তে দুপুর ১টায় শুরু হবে তা চলবে বেলা ৩টা পর্যন্ত


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনায় ডিএসই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে একইভাবে লেনদেন হবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও


ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে আপাতত দুই ঘণ্টা করে লেনদেন হবে"

তবে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেলে আগের মতোই দিনে চার ঘণ্টা লেনদেনের অবস্থায় ফেরত যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি


গত সপ্তাহে দরের সর্বোচ্চ পতন এবং সর্বোচ্চ উত্থানের পর আবার ব্যাপক দরপতনে পুঁজিবাজারে বুধবারও দুই ঘণ্টা করে লেনদেন হয়

ব্রিফিংয়ে ডিএসই সিইও
ভালো শেয়ার বিক্রি করে দেবেন না


বিনিয়োগকারীদের প্রতি 'ভালো শেয়ার বিক্রি করে না দেওয়ার' অনুরোধ জানিয়েছে ডিএসই।

বুধবার লেনদেন বন্ধের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতি মৈত্র ডিএসই ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে 'ভালো শেয়ার' বিক্রি না করার অনুরোধ জানান।

"বাংলাদেশের শেয়ারবাজার এখন ক্রান্তিকাল অতিক্রম করছে," উল্লেখ করে তিনি বলেন, "বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ তারা যেন ভালো শেয়ার বিক্রি করে না দেন।"

পুঁজিবাজারে তিন মাস বা চার মাসভিত্তিক সার্কিট ব্রেকার চালু করা যায় কি না সে বিষয়েও চিন্তা চলছে। এসইসি'র সঙ্গে ডিএসই ও সিএসই'র আলোচনায় এ বিষয়টি ঠিক হবে বলে জানান সতীপতি মৈত্র।

তবে আলোচনার কোনো সময় জানাননি তিনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার নির্ধারিত সময়ে চেয়ে দুঘণ্টা দেরিতে বেলা ১টায় লেনদেন শুরু হয়। এর আধঘণ্টার বেশি সময় পর ২২৫ পয়েন্টে সার্কিট ব্রেকার আরোপ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ অনুযায়ী মূল্যসূচক ২২৫ পয়েন্ট বাড়লে বা কমলে লেনদেন বন্ধ হয়ে যাওয়া কথা।

চালুর আধঘণ্টার মধ্যে ডিএসইতে সার্কিট ব্রেকার ভেঙে লেনদেন বন্ধ হয়ে যায়।

সার্কিট ব্রেকার কার্যকরের সিদ্ধান্তে ডিএসইকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) অনুসরণের সিদ্ধান্ত ছিলো। এ কারণে ডিএসই'র সঙ্গে সিএসই'র লেনদেনও বন্ধ হয়ে যায়।

No comments:

Post a Comment