Thursday, December 30, 2010

মোবাইল এ ফলাফল জানতে...

আপনি যদি মোবাইল এ আপনার JSC ফলাফল জানতে চান তাহলে আপনার মোবাইল এর মেসেজ অপশন এ গিয়ে টাইপ করুন JSC একটা স্পেচ আপনার বোর্ড এর প্রথম ৩টি অক্ষর [Dha] স্পেচ আপনার রোল নাম্বার [34589] এবং পাঠিয়ে দিন ১৬২২২।

উদাহরন JSC Dha 34589 send to this number 16222

আপনি যদি মোবাইল এ আপনার JDC ফলাফল জানতে চান তাহলে আপনার মোবাইল এর মেসেজ অপশন এ গিয়ে টাইপ করুন JDC একটা স্পেচ আপনার বোর্ড এর প্রথম ৩টি অক্ষর [ MAD] স্পেচ আপনার রোল নাম্বার [34589] এবং পাঠিয়ে দিন ১৬২২২।

জেএসসি-জেডিসির ফল প্রকাশ আজ


অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশহচ্ছে

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বেলা ৩টায় মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফল তুলে ধরবেন এর আগে সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, গণভবনে প্রধানমন্ত্রীর কাছে জেএসসি জেসিডির ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়

গত নভেম্বর শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত চলে জেএসসি জেসিডি পরীক্ষা এতে অংশ নেয় ১৫ লাখ হাজার ৩৯১ জন শিক্ষার্থী এর মধ্যে ছাত্র লাখ হাজার ২৭২ জনএবং ছাত্রী লাখ ১১৯ জন

দেশে এবং বিদেশে মোট হাজার ৮০৪টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় এর মধ্যে দেশের বাইরে কেন্দ্র ছিলো ৭টি
অষ্টম শ্রেণীর সবাই পরীক্ষায় অংশ নেওয়ায় তাদের আলাদা করে বার্ষিক পরীক্ষা দিতে হয়নি

রেজাল্ট প্রকাশ পাবে আজ বিকাল ৩টায়
রেজাল্ট

আমি চাই বাংলা বই ছড়িয়ে পরুক সারা নেটজুড়ে!!! (Link)

  1. আজ হিমুর বিয়ে> হুমায়ুন আহমেদ
  2. সে আসে ধীরে>হুমায়ুন আহমেদ
  3. ময়ুরাক্ষী> হুমায়ুন আহমেদ
  4. একজন হিমু ও কয়েকটি ঝি ঝি পোকা>হুমায়ুন আহমেদ
  5. উড়াল পক্ষী>হুমায়ুন আহমেদ
  6. আমিই মিসির আলী> হুমায়ুন আহমেদ
  7. মিসির আলির অমিমাংসিত রহস্য>হুমায়ুন আহমেদ
  8. বৃহনল্লা> হুমায়ুন আহমেদ
  9. অন্ধকারের গান> হুমায়ুন আহমেদ
  10. অচিনপুর> হুয়াম্যুন আহমেদ
  11. আয়না ঘর> হুমায়ুন আহমেদ
  12. ভয়> হুমায়ুন আহমেদ
  13. বহুব্রীহি> হুমায়ুন আহমেদ
  14. বৃষ্টি বিলাস> হুমায়ুন আহমেদ

Wednesday, December 29, 2010

চারটি কোম্পানির আইপিও, রাইটস শেয়ার অনুমোদন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মঙ্গলবার দু'টি প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) ও দু'টি কোম্পানির রাইটস শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে যার মোট মূল্য ৭৬২ কোটি ৭৯ লাখ টাকা

আইপিও ছাড়ার অনুমোদন পাওয়া প্রতিষ্ঠান দু'টি হচ্ছে- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড ও বারাকাতুল্লাহ ইলেক্ট্রা ডিনামিটস লিমিটেড

রাইটস শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে- কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেড ও ফুয়াং ফুড লিমিটেডকে

এর মধ্যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড বাজারে তিন কোটি শেয়ার ছাড়বে কোম্পানিটি বাজার থেকে পাঁচশ ৫৫ কোটি টাকা সংগ্রহ করবে

ঢাকায় তিনটি ফাইভ স্টার হোটেল স্থাপনে এ অর্থ ব্যয় করা হবে হোটেল তিনটি হচ্ছে- ওয়েস্টিন-টু, লা মেরিডিয়ান ও লাক্সারি কালেকশন

কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ইনডিকেটিভ প্রাইস ১৮৫ টাকা এবং ১০টাকায় এর আর্নিং পার শেয়ার ৪.৮০ টাকা

এর শেয়ারের ব্যাবস্থাপনায় থাকবে ব্র্যাক ইপিএল

বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডিনামিটস লিমিটেড বাজারে দুই কোটি শেয়ার ছেড়ে ১২০ কোটি টাকা সংগ্রহ করবে

এই অর্থ সিলেটের ফেঞ্চুগঞ্জে কোম্পানির ৫১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে

এর অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা প্রিমিয়াম ৫০ টাকা এই শেয়ার ফিক্সড প্রাইস মেথডে বাজরে আসবে

কোম্পানিটির শেয়ার ব্যবস্থাপনায় থাকবে প্রাইম ফাইন্যান্স

কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেড দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে কোম্পানিটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৬৭ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকা সংগ্রহ করবে

এর অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা প্রিমিয়াম ৫০ টাকা

ফুয়াং ফুড লিমিটেড একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়বে এর মাধ্যমে কোম্পানিটি ২০ কোটি ২৪ লাখ টাকা সংগ্রহ করবে

এই অর্থ ফুয়াং বেভারেজ ক্রয় এবং কোম্পানির পরিবর্ধন ও ঋণ পরিশোধের কাজে ব্যবহার করা হবে

এর শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা

পুঁজি বৃদ্ধির বিষয়ে লক ইন

পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে কোম্পানিগুলো বাজারে যে নতুন শেয়ার ছাড়বে তা প্রথম বছর লক ইন রাখার সিদ্ধান্ত নিয়েছে এসইসি

এসইসির নির্বাহী পরিচালক তারিকুজ্জামান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান

তিনি বলেন, "মূলধন বাড়ানোর অনুমোদন পাওয়ার পর বিভিন্ন কোম্পানির স্পন্সররা শেয়ার বিক্রি করে দিচ্ছিল এতে শেয়ারের দামে নেতিবাচক প্রভাব পড়ছে, এমন অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে"

এসইসির এক বছরের খতিয়ান

এ বছর এসইসি মোট চার হাজার আটশ ২৭ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও রাইটস শেয়ারের অনুমোদন দিয়েছে

গত বছর এর পরিমাণ ছিল সাতশ ৪৭ কোটি টাকা

২০১০ সালে দুই হাজার তিনশ ৫৫ কোটি টাকার আইপিও ছাড়ার অনুমোদন দেওয়া হয় ২০০৯ সালে অনুমোদন দেওয়া হয় ছয়শ তিন কোটি টাকার আইপিও

২০১০ সালে রাইটস শেয়ারের অনুমোদন দেওয়া হয় দুই হাজার চারশ ৭২ কোটি টাকার ২০০৯ সালে এর পরিমাণ ছিল একশ ৪৪ কোটি টাকা

এ বছর এসইসি মোট ১১টি নতুন আইপিও ছাড়ার অনুমোদন দিয়েছে গত বছর নয়টি আইপিও ছাড়ার অনুমোদন দেওয়া হয়

এ বিষয়ে এসইসির নির্বাহী পরিচালক তারিকুজ্জামান বলেন, "এ বছর আমরা শেয়ারের যোগানের উপর বেশি গুরুত্ব দিয়েছি"

মিউচুয়াল ফান্ডের মার্জিন লোনের শর্ত শিথিল

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মিউচুয়াল ফান্ডগুলোর মার্জিন লোন পাওয়ার ক্ষেত্রে প্রকৃত সম্পদ মূল্যেরএনএভি) শর্ত শিথিল করেছে

বুধবার এসইসি'র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবিল ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা নিশ্চিত করেন

এর আগে মিউচুয়াল ফান্ডগুলোর শেয়ারের এনএভি দেড়গুণ হলে সেগুলো মার্জিন লোন পেত নাঅর্থাৎ বাজারে এনএভিসহ ১০০ টাকার কোনো মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ১৫০ টাকা হয়ে থাকলে মার্চেন্ট ব্যাংক থেকে ওই শেয়ারের বিপরীতে মার্জিন লোন নেওয়া যেত না

এছাড়া মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্ট বরাদ্দের ক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ করারও সিদ্ধান্ত নিয়েছে এসইসি

সেইসঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য প্লেসমেন্ট বরাদ্দের ক্ষেত্রে আর কোনো সীমা থাকছে না আগে এ সীমা ১০ কোটি টাকায় নির্ধারণ করে দেওয়া হয়েছিল

আনোয়ারুল কবির বলেন, "কমিশন মিউচুয়াল ফান্ডগুলোকে বুকবিল্ডিং পদ্ধতিতে দরপ্রস্তাব (বিডিং) প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইনডিকেটিভ প্রাইস পাবে।"
(